কিশোরগঞ্জ শহর একরামপুর ও বড়বাজার হইতে অটো যোগে ৫নং যশোদল ইউনিয়ন পরিষদে আসিতে মাত্র ১০ টাকা ভাড়া প্রদান করিতে হয় এবং ১০ বা ১৫ মিনিট সময় লেগে থাকে তাছাড়া ও কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশান হতে লোকাল ট্রেনে যশোদল বাজার রেলওয়ে স্টেশানে নেমে পায়ে হেটে দুই মিনিটের দুরত্ব।
যশোদল ইউনিয়নের উত্তর পূর্ব দিকে বৌালাই ইউনিয়ন। পূর্বে কশা কড়িয়াল ইউনিয়ন, উত্তর দিকে কিশোরগঞ্জ শহর, দক্ষিন পশ্চিমে চৌদ্দশত ইউনিয়ন ও পশ্চিমে মারিয়া ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদে যোগাযোগ
যশোদল ইউনিয়ন পরিষদটি কিশোরগঞ্জ সদর উপজেলার ৫নং যশোদল ইউনিয়ন পরিষদ। উক্ত পরিষদটি কিশোরগঞ্জ সদর উপজেলাধীন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ হতে ইউনিয়ন পরিষদ ভবনটি প্রায় ৭ কি.মি. দূরে অবস্থিত। যশোদল ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম, পদবী ও মোবাইল নম্বর নিম্নরূপ:
নাম |
পদবী |
মোবাইল নম্বর |
জনাব ইমতিয়াজ সুলতান রাজন |
চেয়ারম্যান |
০১৭১১-০৭২৪৬৪ |
জনাব মোঃ কুতুব উদ্দিন |
সচিব |
০১৭১৯-৬০৩৭১৯ |
জনাব মোঃ আঃ হেলিম |
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা |
০১৮৩৭-৩২৯৫৩০ |
জনাব শারমিন আক্তার |
ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা |
০১৭২৮-১৪৫৪০৮ |
জনাব মোঃ হারুন অর রশিদ |
গ্রাম পুলিশ |
০১৯৬৩-৪৫৬৭৩৪ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS