Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
৫ নং যশোদল ইউনিয়ন পরিষদ
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রবিত্র জন্মভূমি ঐতিহ্যবাহী ৫নং যশোদল ইউনিয়ন পরিষদ। যুগে যুগে এই মাটিতে বহু মহামানবের জন্ম হয়েছে বহু মহামানবের। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাধীন এই ইউনিয়নটি সদর উপজেলা হতে দুরত্ব প্রায় ছয় কিলোমিটার। অত্র ইউনিয়নের আয়তন প্রায় ১৬.৫০ বর্গকিলোমিটার। ২৯(ঊনত্রিশ) টি গ্রামের সমন্বয়ে গঠিত এই ইউনিয়নে প্রায় ৪৩০০০ (তেতাল্লিশ  হাজার ) জনগণের বসতি। এখানে মুসলিম,হিন্দু ধর্মের লোকেরা যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে সহবস্থান করে আসছে। উল্লেখ্যযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল,কিশোরগঞ্জ টেক্সস্টাইল মিলস, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর সার ও বীজ গুদাম,১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র,যশোদল গোসাইর বাজার রেলওয়ে স্টেশান, এতিহ্যবাহী লাকীবাড়ী,শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাড়ী,সিদ্ধেশ্বরী কালী বাড়ী.বড়পুকুর,লীলার পুকুর,সিরাজুল ইসলামের খেলার মাঠ প্রভূতি। এখানকার মানুের প্রধান পেশা হচ্ছে কৃষি। উৎপাদিত প্রধান কৃষি পন্য হচ্ছে ধান,পাট,পেপে,কলা ও নানা প্রকার শাকসবজি। এছাড়া ও রয়েছে বিভিন্ন প্রকার পোল্ট্রি ফার্ম ওমৎস্য খামার।