Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
যশোদল টেক্সটাইল মিল,যশোদল ,কিশোরগঞ্জ।
বিস্তারিত

                                                         নামঃযশোদল টেক্সটাইল মিল

                                                              যশোদল ,কিশোরগঞ্জ।

  বাংলাদেশে প্রথম অস্থায়ী রাষ্টপতি শহীদ সৈয়দ নজরুল  ইসলাম যখন বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রী দ্বায়িত্বে ছিলেন। তখন তিনি তাহার জন্মভূমি যশোদল তথা সকল কিশোরগঞ্জ বাসির জন্য  এই কর্মস্থান গড়ে তুলেন । এই টেক্সটাইল মিলে তথন কার সময়ে প্রায় ১২০০ শতাদিক শ্রমিক কাজ করে দীন যাপন করতেন । এবং এই টেক্সটাইল মিলে তৈ্রি কৃত সুতা ও পুষাক বিদেশে রপ্তানি করে বাংলাদেশ সরকারের প্রচুর বৈদেশিক মুর্দা অর্জন করেন।  এবং তখন কার আমলে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্টান এই মিল টিকে প্রচুর অর্থের লোভে এই মিলটিকে বিক্রি করে দেয় ।বিবরনঃযশোদল টেক্সটাইল মিল এটি কিশোরগঞ্জ সদরের প্রান কেন্দ্র  যশোদল ইউনিয়নে অবস্থিত । এখানে মানুষের সুবিধাতে এই সুতার মিলটি স্থাপন করা হয়েছিল।এখানে অনেক মানুষ পরিশ্রম করে সুতা উৎপাদন করত ।এখানের দরিদ্র মানুষ এখানে কাজকরে টাকা রোজগার করত ,কিন্ত বতমানে এই মিলটি নিয়া কিছু অসাধু ব্যাক্তি রাজনৈতিক তৎপরতা শুরু করায় বত্মানে বন্ধ /